অর্থনিতী ডেক্স।। বাজারে যেনো স্বর্নের দামের অস্হিরতা কাটছেই না। গত ডিসেম্বরে স্বর্নের দাম কমানো হলেও আবার স্বর্নের দাম বাড়ানো হলো। ২২ ও ২১ এবং ১৮ ক্যারেটের স্বর্নের দাম বাড়লো প্রতি ভরিতে ১৯৮৩ টাকা।
এই মূল্য বুধবার থেকে কার্যকর। ২২ ক্যারেট স্বর্নের মূল্য প্রতি ভরি ৭৪৬৫০ টাকা। বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
২১ ক্যারেটের স্বর্ন প্রতি ভরির দাম বর্তমানে ৭১৫০০ টাকা। ১৮ ক্যারেট স্বর্নের দাম প্রতি ভরি ৬২৭৫২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্নের দাম বাড়িয়ে প্রতি ভরি মূল্য এখন ৫২৪৩০ টাকা। কিন্তু রুপার দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলারী সমিতি (বাজুস)।
Leave a Reply