স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী বাজারের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান আছাদ চানাচুর কোম্পানীর আধুনিক ফ্যাক্টরী ভবনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে আজ বুধবার দুপুরে নূর বাজারে ফ্যাক্টরী ভবনে ফিতা কেটে, বিশেষ দোওয়া মাহফিল ও অতিথি আপায়্যন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে ঈশ্বরদী পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা ইসাহক আলী মালিথা, ফ্যাক্টরী মালিক শিল্পপতি ইউনুসুর রহমান লিটন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক ওয়াদুদ বিশ্বাস বিপু, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম ও আছাদ চানাচুর কোম্পানীর ব্যবস্থাপক শবিরুল ইসলাম লিটনসহ বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকাররা উপস্থিত ছিলেন। পৌর মেয়র ইসাহক আলী মালিথাসহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে আধুনিক ভবনের শুভ উদ্বোধন করেন। বিশেষ দোওয়া পরিচালনা করেন,ফুরফুরা শরীফের ছোট পীরজাদা মাওলানা শাহ মোঃ ফতেআলী আইতুল্লাহ সিদ্দিকী আল কোরাইশী। অতিথিবৃন্দদের ফ্যাক্টরী পরিদর্শন শেষে আপ্যায়ন করা হয়।
Leave a Reply