স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ মঙ্গলবার (২৭ণে এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আকস্মিক অভিযান চালিয়ে ঈশ্বরদী বাজারের আকবরের মোড়ের শিশির ফার্মেসী, কলেজ রোডের মোল্লা ফার্মেসী ও আজিজ ফার্মেসী থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাাবলেট, ইজিয়াম ট্যাবলেট, ইজিয়াম ইঞ্জেকশন, ব্রোমাজিপাম ট্যাবলেট ও ইঞ্জেকশন উদ্ধার করা হয়।
একই সাথে ঐসব ফার্মেসীর স্বত্বাধিকারী আহাদ আলী, আমিনুল ইসলাম মোল্লা ও শামীম আহম্মেদ জুয়েলকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে এক মাস করে জেল ও ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদীর পরিদর্শক সানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তরের সিডিউলভূক্ত ওষুধের বাইরে লাইসেন্স ব্যতিরেকে এসব ওষুধ মাদকসেবীদের কাছে নেশাদ্রব্য হিসেবে বিক্রির অভিযোগ ছিল। মাত্র ৫ টাকা দামের ট্যাপেন্টা ডল ট্যাবলেট মাদকসেবীদের কাছে ৩০-৩৫ টাকায় বিক্রি করা হয়।
Leave a Reply