বিনোদন ডেক্স।। কোটি টাকারও বেশী হাতিয়ে নেয়ার অভিযোগে অভিনেত্রী ও মডেল রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রফতার করেছে পুলিশ।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান, গত বৃহস্পতিবার (১১ই মার্চ) ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় এই মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে।
এক সৌদি প্রবাসী কে প্রতারণা করে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন অযুহাতে বিভিন্ন সময়ে প্রায় কোটি টাকারও বেশী হাতিয়ে নেয় রোমানা।
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল আরো জানান, ঐ ভূক্তভোগী সৌদি প্রবাসী মোহম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
Leave a Reply