ক্যাপসন\শাইখুল হাদিস আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কোরাইশী দোয়া পরিচালনা করেন।টিএ পান্না,রোভিংকরেসপন্ডেন্ট,ঈশ্বরদী ।। দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে আজ শুক্রবার জুম্মাহ পূর্ব সময়ে ঈশ্বরদীর পাকশীস্থ ফুরফুরা দরবার দারুশ শরীয়ত রিয়াজুল জান্নাতে দুদিন ব্যাপি ৭৪তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে বিশেষ দোয়া অুনষ্ঠিত হয়েছে।দোয়া পরিচালনা করেন হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রধান সাহাবী ও মুসলিম জাহানের প্রথম খলিফাহযরত আবু বক্কর সিদ্দিক(রাঃ) এর বংশধর ফুরফুরা পীর মুজাদ্দেদে জামান (রহ.)এর উত্তরসুরি ফুরফুরা গদ্দীনশীন পীর শাইখুল হাদিস আবু বকর আব্দুল হাই ডিমশকাত সিদ্দিকী আল কোরাইশী বিশেষ দোয়া পরিচালনা করেন।এর আগে তাশরীফ রাখেন পীর আল্লামা আবু তাহের মুহাম্মদ মতিউল্লাহ সিদ্দিকী আল কোরাইশী ও পীর আল্লামাপ আবু বকর মুহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিকি আল কোরাইশী। এছাড়া শাইখুল হাদিস আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কোরাইশীর পরিবারের আরও পাঁচজন পীর ওয়াজ মাহফিলে অংশ নেন। ওয়াজ মাহফিলের শুরুতে পাকশী ফুরফুরা শরীফের শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ জন মাওলানাকে কোর আন বিভাগে মাস্টার্স পাশ করায় পাগরী পড়িয়ে দেন শাইখুল হাদিস আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কোরাইশী।
পাকশীর এই ইসালে সওয়াব ওয়াজ মাহফিলে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও পাবনা-৫ সদর আসনের ধানের শীষের এমপি প্রার্থী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-৪ আসনের ধানের শীষের এমপি প্রার্থী পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবি,পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকের এমপি প্রার্থী পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ,ঈশ্বরদীর সহকারী কমিশনার ভ’মি আসাদুজ্জামান, আরআর পি গ্রুপের এমডি বিশিষ্ঠ শিল্পপতি এম,মনসুর আলম,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান অংশ নেন। উল্লেখ্য, তিন এমপি প্রার্থীই দেশ বিদেশ থেকে আগত প্রায় দশ লাখ মুসল্লীসহ দেশবাসী সার্বিক সাফল্য কামনা করেন এবং নীজের এবং পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়ে বক্তব্য দেন। আগামিকাল শনিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এই ইসালে সওয়াব ওয়াজ মাহফিল শেষ হবে।#
ক্যাপসন\শাইখুল হাদিস আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কোরাইশী দোয়া পরিচালনা করেন। তাং-২৩.০১.২০২৬
Leave a Reply