ঈশ্বরদী
র ৪৫ অবৈধ ইট ভাটায় যৌথ বাহিনীর অভিযানে ৪৭ লক্ষ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ।।গতকাল দিনব্যাপী ঈশ্বরদী উপজেলায় অবৈধ ৪৫ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠপোড়ানোসহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অভিযানের সময় ৪৫টি ইটভাটাকে মোট ৪৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ঐদিন দিনব্যাপী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন। এই অভিযানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহন করেন। ভ্রাম্যমান আদলাত ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, ঘটনার দিন সকালে প্রথমে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া হাট সংলগ্ন মিজান সরদারের মালিকানাধীন ‘এসবিএম ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে লক্ষ্মীকুন্ডার নবীনগর এলাকার ইটভাটাগুলোতে অভিযানে গেলে কয়েকটি ইটভাটায় কর্মরত শ্রমিকরা ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। শ্রমিকরা লক্ষ্মীকুন্ডার দাদাপুরুপাকুড়িয়া সড়ক অবরোধ করে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তখন যৌথবাহিনী শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর রাজনৈতিক দলের নেতাদের সুপারিশে ভ্রাম্যমান আদালত ইট ভাটা ভেঙ্গে ধ্বংস করার কার্যক্রম বন্ধ করে জরিমানা শুরু করেন। পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন সাংবাদিকদের জানান, দিন ব্যাপী অভিযানের লক্ষ্মীকুন্ডার ৪৫ টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মামলা দায়ের ও নগদ ৪৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ‘এসবিএম ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভবিষতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার শর্তে ভাটার মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।#
তাং-৩০.১২.২০২৫
Leave a Reply