স্টাফ রিপোর্টার।। ঈশবরদী ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ দিনের প্রচার আজ বিকেলে লক্ষিকুন্ডা ইউনিয়নসহ সাত ইউনিয়ন এলাকায় উৎসবে পরিনত হয়। সকাল থেকেই সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছোট ভাই নৌকার প্রার্থী আনিসুর রহমান শরীফের পক্ষে লক্ষিকুন্ডা ইউনিয়নে জোয়ার শুরু হয়। বিকেলে বিলকেদার বাঁধ এলাকায় নৌকার প্রার্থীর পক্ষে ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে শেষ নির্বাচনী পথসভার আয়োজন করা হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নৌকার প্রার্থী আনিসুর রহমান শরীফ । লক্ষিকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রবীন রাজনীতিবিদ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন,জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া,আওয়ামীলীগ নেতা,গালিবুর রহমান শরীফ,শাহিন ইসলাম,জেলা যুবলীগের আহবায়ক সনি বিশ্বাস,যুগ্ম আহবায়ক সিবলী সাদিক, যুবলীগ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি শিরহান শরীফ তমালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনিস মোল্লাকে লক্ষিকুন্ডা ইউনিয়নে অবাঞ্চিত ঘোষনা করেন।
Leave a Reply