স্টাফ রিপোর্টার।। আজ সমবার (৭ই ডিসেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদ ভার্চুয়াল মিটিং-এ রাজাকার আলবদর আলশামস্ সহ মুক্তিযুদ্ধের সকল বিরোধিতা কারীদের তালিকা প্রকাশের বিধান যুক্ত করে “জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন” নামে একটি নতুন আইন খসড়া অনুমোদন দেওয়া হয়।
গনভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে মন্ত্রী পরিষদ মিটিং-এ যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রীপরিষদ সচিব ড, আনোয়ারুল ইসলাম জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় এ আইনের নতুন খসড়া করেছে। এই আইন পাশ হওয়ার পর আগের আইন বাতিল হবে বলে তিনি জানান।
১৯৭১ সালে রাজাকার আলবদর আলসামস্ বাহীনির সদস্য হয়ে যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল এবং স্বাধীনতার বিরুদ্ধে অবস্হান নিয়েছিলো এদের তালিকা প্রস্তুত করে সরকারের কাছে তালিকা প্রকাশের সুপারিশ করবে এই কাউন্সিল।
এবং ভূয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে যারা সরকারের নানা সুযোগ সুবিধা ভোগ করছে বা করেছে তাদের বিরুদ্ধে ব্যাবস্হা নেওয়ার সুযোগ থাকছে এই আইনে।
Leave a Reply