প্রযুক্তি ডেক্স।। এ বছর যুক্তরাষ্ট্রের ‘আর্নেস্ট ওরলান্ডো লরেন্স’ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান। তিনি বর্তমানে প্রিন্সটন বিশ্ববিদ্যায়ের পদার্থ বিজ্ঞানে অধ্যাপনায় যুক্ত আছেন।
১৯৫৯ সাল থেকে যুক্তরাষ্ট্র এ পুরুষ্কার দিয়ে আসছে। সে দেশের জ্বালানী মন্ত্রনালয় অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা গবেষণায় অবদান রাখার জন্য পেশাজীবী বিজ্ঞানীদের এ সম্মাননা দিয়ে থাকে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) মার্কিন জ্বালানি মন্ত্রী ড্যান ব্রোইল্লেতে এ বছরের পুরস্কারের জন্য অধ্যাপক জাহিদ হাসানের সঙ্গে আরও সাত বিজ্ঞানীর নাম ঘোষণা করেন।
বিখ্যাত মার্কিন বিজ্ঞানী আর্নেস্ট ওরলান্ডো লরেন্সের সম্মানে এই পুরস্কারটি দেওয়া হয়। এই বিজ্ঞানী ত্বরণ কনা আবিষ্কারের জন্য ১৯৩৯ সালে নোবেল জিতেছিলেন।
প্রত্যেক পুরস্কার বিজয়ী বিজ্ঞানীকে দেওয়া হয় একটি করে গোল্ড মেডেল এবং সম্মানি ২০ হাজার ডলার। গোল্ড মেডেলে বিজ্ঞানী লরেন্সের ছবির ছাপ দেওয়া থাকে।
বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান ঢাকাতে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেন ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং ঢাকা কলেজে। ১৯৮৬ সালে এসএসসিতে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় ও ১৯৮৮ সালে এইচএসসিতে প্রথম স্থান অধিকার করেন তিনি। পরে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান।
Leave a Reply