ডেস্ক প্রতিবেদক : বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি আরব সহায়তা প্রদান করবে। সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান আজ বুধবার ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সাথে তাঁর অফিস কক্ষে দ্বিপাক্ষিক সভায় এ কথা জানিয়েছেন।
ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মসজিদ নির্মাণের বিষয়ে আন্তরিক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আইকনিক মসজিদ নির্মাণে সৌদি সরকারের আগ্রহের বিষয়টি খুবই ইতিবাচকভাবে নিয়েছেন এবং তিনি সৌদি সরকারকে সাধুবাদ জানিয়েছেন।
তিনি আরো জানান যে, প্রধানমন্ত্রী ৮টি বিভাগে ৮টি আইকনিক মসজিদ নির্মাণের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকাতে একটি সুবৃহৎ মসজিদ নির্মাণের বিষয়ে আকাঙ্ক্ষা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে গণপূর্ত মন্ত্রণালয়কে ঢাকার পূর্বাচলে প্রয়োজনীয় জায়গা বরাদ্দের জন্য আদেশ দিয়েছেন বলে ধর্মমন্ত্রী উল্লেখ করেন।
সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর এ আকাঙ্খার কথা জেনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সম্মতি প্রদান করেন।
বাসস
Leave a Reply