স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। সোমবার সকাল নয়টা থেকে দুপুর দু’টা পর্যন্ত ঈশ্বরদী উপজেলা পরিষদে শান্তিপূর্ণ পরিবেশে পাবনা জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ঈশ্বরদী উপজেলা পরিষদ, ঈশ্বরদী পৌরসভা ও সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান, কাউন্সিলর ও ইউপি সদস্যসহ মোট ভোটার ছিল ১০৭ জন। এর মধ্যে একজন ইউপি সদস্য ভোট অসুস্হ ও একজন সদস্য জেলে থাকায় বাকি ১০৫ জন ভোটদানে অংশ নেন। এর মধ্যে ৪২ ভোট পেয়ে তৌফিকুজ্জামান রতন মহলদার (ঘুড়ি প্রতিক) বিজয়ী হয়েছেন। ঈশ্বরদী, আটঘরিয়া ও পাবনা সদর তিন উপজেলা মিলে সংরক্ষিত সদস্য পদে আইরিন কিবরিয়া কেকা দোয়াত কলম প্রতিকে ১৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে মোট চারজন প্রার্থী প্রতিদন্দিতা করেন।উল্লেখ্য জেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদন্দী প্রার্থী না থাকায় আওয়ামীলীগ নেতা পাকনকে বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
Leave a Reply