ঘটনাস্হল পরিদর্শন করে সিদ্ধিরগঞ্জ থানার এস আই বাবুল হোসেনে জানান, কামাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন স্ত্রী ও ১৬ বছরের এক মেয়েকে নিয়ে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা উত্তর ক্যানেল পাড় এলাকার আলমগীর নামের একজনের বাসায় ভাড়া থাকতো। গত ৩ মার্চ গভীর রাতে ঘুমন্ত অবস্থায় নিজের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে কামাল হোসেন। মেয়ে চিৎকার শুরু করলে মেয়েকে ভয় দেখিয়ে ঘটনা কাউকে বললে খুন করার হুমকি দেয়।
ঘটনার পরদিন পাশের প্রতিবেশী চিৎকারের ব্যাপারে জানতে চাইলে মেয়েটি ধর্ষণের ঘটনা খুলে বলে। ভুক্তভোগীর বর্ণনা শুনে প্রতিবেশীরা জরুরি (৯৯৯) নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। তারপর পুলিশ ফোন পেয়ে অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেপ্তার করে।
এলাকাবাসী জানায়, কামাল হোসেন মাদকাসক্ত। এলাকায় মাদক ও ইভটিজিংয়ের সঙ্গে জড়িত।
Leave a Reply