দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় দেয়া এ ভাষণে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত করা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে, সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো ধারণাকে প্রশ্রয় না দিতে রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
৭ জানুয়ারির নির্বাচনে দেশবাসীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি। ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে আবারও জনগণের সেবা করার সুযোগ চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply