স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদী থেকে চাঁপাই নবাবগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর কমিউটার ট্রেনে ডিআরএম টিকিট চেকিং পরিচালনা করে ৫২ জনের নিকট থেকে ছয় হাজার একশত আশি (৬১৮০ টাকা) টাকা জরিমানাসহ আদায় করা হয়েছে। বুধবার সকাল সাতটা থেকে শুরু করা এই টিকিট চেকিং এর নেতৃত্ব দেন, পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাহ সুফি নুরমোহাম্মদ। এসময় পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার সুমন, পাকশী বিভাগীয় টেলিকমিউনিকেশন ও সংকেত কর্মকর্তা রাজিব বিল্লাহ, নিরপত্তাবাহিনীর পাকশী বিভাগীয় কমান্ডেন্ট এম, মোরশেদ আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সাহ সুফি নুরমোহাম্মদ ট্রেনটির প্রত্যেকটি কোচ থেকে কলাসহ বিভিন্ন প্রকার পণ্য বিক্রি করা হকারদের জরিমানা আদায়সহ টিকিট করতে বাধ্য করান । একই সাথে তিনি লাগেজ ভ্যানে হকারদের মালামালসহ ভ্রমনের সুযোগ করে দেন। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে এইসব হকারদের কারণে বিভিন্ন বয়সী ও শ্রেণীপেশার যাত্রীদের ট্রেন ভ্রমনে স্বাচ্ছন্দ হারাতে হতো। এধরনের অভিযান পরিচালনা করায় রেলওয়ে পাকশী বিভাগের কর্মকর্তারা প্রশংসিত হয়েছেন।
Leave a Reply