স্টাফ রিপোর্টার ,ঈশ্বরলী।। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সোনালী ব্যাংক ঈশ্বরদী শাখার আয়োজনে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের অর্থনীতিকে রক্ষা এবং জনগণ যাতে অন্যায়ভাবে হয়রানি ও প্রতারণার শিকার না হয় সেই লক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। এসময় সোনালী ব্যাংক পাবনার ডিজিএম মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর যুগ্ম পরিচালক মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক সাইদুল ইসলামের ব্যবস্থাপনায় আযোজিত কর্মশালার সঞ্চালনা করেন প্রিন্সিপাল অফিসার গোলাম কিবরিয়া। কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার
প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস জালনোট তৈরীতে জড়িতদের বিরুদ্ধে
মৃত্যুদন্ড বিধানের দাবী জানিয়ে বলেন, জালনোট তৈরীর সাথে যারা জড়িত তারা দেশ ও জনগণের শত্রু।
Leave a Reply