স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের
গোয়ালবাথান, মুলাডুলি হাট এলাকা, মুলাডুলি বাজারের
আশপাস ও স্টেশন এলাকার জনগণ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন। মাদক ব্যবসায়ী এবং মাদক সেবিদের প্রকাশ্যে কেজি কেজি গাঁজা এবং হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ নানা প্রকার মাদক দ্রব্য বিক্রি, সেবন ও মাদক সেবিদের আনাগোনায় এলাকায় বসবাসের অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই কারণে এলাকার নানা বয়সী শিক্ষার্থীসহ যুব সম্প্রদায় ধংস হতে চলেছে। এলাকার উন্নয়ন ও সুস্থ্য জাতি গঠনে বিশ্বাসী বিভিন্ন শ্রেণী
পেশার মানুষ দীর্ঘদিন থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে ধর্না ধরেও কোন লাভ হচ্ছেনা। বেগতিক অবস্থা থেকে পরিবারের সন্তানদের রক্ষা করতে হিমশিম খাচ্ছেন গোটা এলাকার অভিভাবকরা। বাঘা, চারঘাট, বাগাতিপাড়া, লালপুর, ভেড়ামারা-কুষ্টিয়া,দৌলতপুরসহ বিভিন্নস্থান থেকে আমদানী করা এসব মাদক ব্যবসা বন্ধের জন্য সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। মুলাডুলি ইউনিয়নের ভুক্তভোগী একাধিক পরিবারের সদস্য,শিক্ষক শ্রেণীর একাধিক ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের দেওয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানাগেছে।
Leave a Reply