স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। শনিবার দুপুরে ঈশ্বরদীর সাঁড়া
ইউনিয়নের ইসলাম পাড়া পদ্মানদীর বালু ঘাটে রহস্যজনক
ভাবে সবুজ ওরফে ধুনাই (৩৫) নামক এক বালু শ্রমিকের
মৃত্য হয়েছে। সে ভেড়ামারা উপজেলার বাহিরচর
মসলেমপুরের হাবিবুর রহমান হবু মেম্মারের ছেলে লক্ষীকুন্ডা নৌফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, নিহত সবুজ একজন বালু চাতালের শ্রমিক। বেলা সাড়ে বারোটায় সে একটি গামছা পড়ে ও একটি গামছা মাজায় বেঁধে নদীতে গোসল করতে নামে। এমন সময় পাশেই একঝাক পাখি দেখতে পেয়ে সে পাখি ধরার চেষ্টা করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করে। পরে স্থানীয় লোকজন ও ডুবুরীরা তার মরদেহ নদী থেকে উদ্ধার করে। এদিকে সবুজের এই আকস্মিক মৃত্যু নিয়ে এলাকায় বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, সবুজ বালু শ্রমিকের লেবাসে মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল।সেই সংক্রান্ত কোনো কারণে সবুজকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। প্রকৃত হত্যা রহস্য যাতে অন্ধকারে থেকে যায় সে কারণেই মূলত: অসময়ে নদীতে পাখি ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে অপপ্রচার চালানো হয়েছে। এলাকাবাসী জানান সুস্থ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেড়ে আসবে।
Leave a Reply