স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদীতে শিউলি খাতুন নামে এক গৃহবধু কে পিটিয়ে ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে নিহত গৃহবধুর মা হালিমা খাতুনসহ স্বজনরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় লিখিত বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, বুধবার বিকালে উপজেলার মুলাডুলি মধ্যপাড়া এলাকায় ওই গৃহবধুকে পাশের বাড়িতে এক অজ্ঞাত পতিতা আনাকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জের ধরে আরজু ও সুরবাণুসহ অজ্ঞাত ব্যক্তিরা দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে মুখে বিষ ঢেলে দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান নিহত গৃহবধুর স্বজনরা।
Leave a Reply