স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী।। কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃংখলা সর্বোত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঈশ্বরদীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। ঈশ্বরদী থানা পুলিশের পক্ষ থেকে আজ শনিবার সকালে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেবক্তব্য ও র্যালির উদ্বোধন করেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।এসময় ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা, ওসি তদন্ত হাদিউল ইসলাম ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাকশী ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল জোয়ার্দারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রধান অতিথি পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বলেন, কমিউনিটি পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সবসময় দেশের মানুষ ও রাষ্ট্রের নিরাপত্তা বিধানে দায়িত্ব পালন করে যাচ্ছে। তাই বর্তমানে পুলিশের প্রতি দেশের মানুষের আস্থাও বৃদ্ধি পেয়েছে।
Leave a Reply